লাইফস্টাইল

একসঙ্গে দুই শাড়ি পরে স্টাইল করবেন যেভাবে

বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে শাড়ি পরতে ভালোবাসেন কমবেশি সব নারীই। বর্তমানে অল্পবয়সীদের মধ্যেও বেড়েছে শাড়ি পরার ঝোঁক।

Advertisement

বর্তমানে শাড়ির বাজারে অরগ্যাঞ্জা, শিফন, সিল্ক, মসলিন, জামদানির চাহিদা সবচেয়ে বেশি। বর্তমানে হাল ফ্যাশনে শাড়ি পরার স্টাইলেও এসেছে বদল।

কেউ শার্টের উপর শাড়ি পরছেন, তা আবার কেউ পরছেন জিনসের সঙ্গেঅ এমনকি শাড়ির উপরে জ্যাকেট পরার চলও এসেছে। বর্তমানে নানা উপায়ে শাড়ি ড্র্যাপিং করছেন ফ্যাশন সচেতনরা।

শাড়ি ড্র্যাপিং শিল্পী ডলি জৈন ৩৫০টিরও বেশি স্টাইলে শাড়ি পরাতে পারেন। দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে প্রিয়াংকা চোপড়া, আলিয়া ভাট এমনকি ক্যাটরিনা কাইফকেও শাড়ি পরিয়েছেন ডলি।

Advertisement

বর্তমানে বলি তারকাদের বিয়েতে কনের শাড়ি পরানোর দায়িত্ব এসে পড়ে ডলি জৈনের উপর। প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীও একবার বলেছিলেন, ডলির হাতে সত্যিই জাদু আছে।

নিজের ইনস্টাগ্রামে ডলি প্রায়ই শেয়ার করেন ভিন্ন ভিন্ন স্টাইলে শাড়ি পরার ভিডিও। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একই সঙ্গে দু’টি শাড়ি পরার দারুন এক স্টাইল।

ভিন্ন সাজে সেজে উঠতে চাইলে একই রঙ কিংবা কন্ট্রাস্টের দুটি শাড়ি একসঙ্গে পরে ভিন্ন একটি লুক পেতে পারেন। চাইলে ভিডিওতে দেখে নিতে পারেন ডলি জৈনের মতো চটজলদি দুটি শাড়ি একসঙ্গে কীভাবে পরবেন।

      View this post on Instagram

A post shared by Dolly Jain (@dolly.jain)

Advertisement

জেএমএস/জেআইএম