দেশজুড়ে

পঞ্চগড়ে নৌকাডুবি: তৃতীয় দিনের উদ্ধার অভিযান স্থগিত

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় তৃতীয় দিনের উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার তুষার কান্তি রায়।

তিনি বলেন, আজকের মতো উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে পুনরায় উদ্ধার কাজ শুরু হবে। উদ্ধার কাজ স্থগিত থাকলেও কয়েকটি টিম ঘটনাস্থলে অবস্থান করছে।

Advertisement

এদিকে নৌকাডুবির ঘটনার পর থেকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মোট ৬৮ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি ও স্থানীয়রা। উদ্ধার হওয়া ৬৮ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও চারজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন ঘটনার তদন্ত কমিটির প্রধান ও পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায়।

এর আগে রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় ওই নৌকাডুবির ঘটনা ঘটে। এতে ঘটনার পরপরই ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। আর নিখোঁজ থাকেন অর্ধশত যাত্রী।

এএইচ/এমএস

Advertisement