যুক্তরাষ্ট্রের বহুজাতিক ওষুধ কোম্পানি ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বোরলা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৪ সেপ্টেম্বর) তিনি নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
Advertisement
এক বিবৃতিতে আলবার্ট বোরলা জানিয়েছেন, তার কোনো করোনা উপসর্গ নেই এবং তিনি ভালো বোধ করছেন।
৬০ বছর বয়সী আলবার্ট বোরলা গত আগস্টে আরও একবার করোনা আক্রান্ত হন। তিনি কোম্পানিটির মুখে খাওয়া প্যাক্সলোভিডের একটি কোর্সও শুরু করেন।
প্যাক্সলোভিড হলো এমন একটি অ্যান্টিভাইরাল ওষুধ যা বয়স্ক রোগীদের মতো উচ্চ-ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়।
Advertisement
বোরলা ফাইজার ও জার্মান কোম্পানি বায়ো-এনটেকের যৌথ উদ্যোগে উৎপাদন করা ভ্যাকসিনের চারটি ডোজও সম্পন্ন করেছেন।
তবে ফাইজারের প্রধান নির্বাহী বলেন, তিনি এখনো নতুন বাইভ্যালেন্ট বুস্টার নেননি।
মডার্না ও ফাইজার-বায়োএনটেকের একটি টিম বাইভ্যালেন্ট বুস্টার তৈরির পরিকল্পনা করে যেটি বিএ.৫ ও বিএন.৪ ওমিক্রন মোকাবিলায় কাজ করবে।
বোরলা আরও জানান, তিনি বাইভ্যালেন্ট বুস্টার নেননি। তিনি শুধু সেন্ট্রার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) গাইডলাইন ফলো করছেন।
Advertisement
গত আগস্টে এফডিএ কর্তৃপক্ষ ফাইজার ও মডার্নার এই বুস্টার ডোজের অনুমোদন দেয়। একটি ফেডারেল স্বাস্থ্য সংস্থা এই সপ্তাহে জানায় যে তথাকথিত বাইভ্যালেন্টের ২ কোটি ২৫ লাখ ডোজ এরই মধ্যে বাজারে আনা হয়েছে।
সূত্র: রয়টার্স
এসএনআর