দেশজুড়ে

আওয়ামী লীগ নেতার মোবাইলফোনে এসএসসির প্রশ্ন, ৬ মাসের কারাদণ্ড

টাঙ্গাইলের মির্জাপুরে মুঠোফোনে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার অপরাধে আওয়ামী লীগ নেতা ইয়াছিন সিকদারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Advertisement

শনিবার (২৪ সেপ্টেম্বর) এসএসসির পদার্থ বিজ্ঞান পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মির্জাপুর উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা মো. হাফিজুর রহমান তাকে এই কারাদণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ইয়াছিন সিকদার বাঁশতৈল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাঁচগাও গ্রামের কালু সিকদারে ছেলে।

জানা গেছে, ইয়াছিন সিকদারের ছেলে তামিম সিকদার উপজেলার বাঁশতৈল মনসুর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পদার্থ বিজ্ঞান পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে পেকুয়ার রাজীব নামে এক যুবক ওই বিষয়ের প্রশ্নপত্র ইয়াসিন সিকদারের ফেসবুক মেসেঞ্জারে দেন। গোপন তথ্যের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমানের নেতৃত্বে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এসময় বিচারক ইয়াসিন সিকদারের মুঠোফোনটি নিয়ে পরীক্ষা পদার্থ বিজ্ঞানের প্রশ্নপত্র পান এবং তাকে আটক করেন। পরে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, ইয়াছিন সিকদারকে পাবলিক পরীক্ষা আইনের ধারা অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এস এম এরশাদ/এমআরআর/জেআইএম