নীলফামারীর ডিমলায় ভাগিনার হয়ে দাখিল পরীক্ষায় দেওয়ার সময় জামেদুল ইসলাম নামের যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দেড় বছরের সাজা দেন।
Advertisement
শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ডিমলা কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে এ আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন।
জামেদুল ইসলাম খালিশা চাপানি বাইশপুকুর এলাকার আব্দুর রহমানের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ছোটখাতা কামিল মাদরাসার শিক্ষার্থী আফতাবুল ইসলামের হয়ে পরীক্ষা দিতে আসেন জামেদুল ইসলাম। সন্দেহ হলে তার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড যাচাই করে দেখা যায় তিনি আসল পরীক্ষার্থী নন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দেড় বছরের সাজা দেওয়া হয়।
Advertisement
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন বলেন, প্রক্সি পরীক্ষা দেওয়ার সময় জামেদুল ইসলাম নামের একজনকে দেড় বছরের সাজা দেওয়া হয়েছে।
আরএইচ/জেআইএম