জাতীয়

কারাগারে মালির কাজ পেয়েছেন সাঈদী

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী কারাগারের মালির কাজ পেয়েছেন।গাজীপুরের কাশিমপুর ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ এর কারাধ্যক্ষ (জেলার) আমজাদ হোসেন ডন গণমাধ্যমকে জানান, শারীরিক অসুস্থতা বিবেচনায় যুদ্ধাপরাধী এই বন্দিকে মালির কাজ দেওয়া হয়েছে।আমজাদ হোসেন আরও বলেন, পিঠে ব্যথা ও হৃদরোগ থাকায় সাঈদী স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। অন্যের সহায়তা নিয়ে তাকে হাঁটতে হয়।এজন্য মালির দায়িত্ব ঠিকমতো পালন করতে না পারলেও তাকে চাপ দেওয়া হচ্ছে না। অসুস্থ সাঈদী কারাকক্ষে শুয়ে-বসেই সময় পার করছেন বলে জানান তিনি।যুদ্ধাপরাধের দায়ে গত বছর ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে আপিলে সাজা কমিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। বিডিনিউজ

Advertisement