স্বাস্থ্য

৩ অক্টোবরের পর থেকে বন্ধ প্রথম ডোজ

টিকার মেয়াদ শেষ হয়ে আসাসহ নানান কারণে আগামী ৩ অক্টোবরের পর করোনা টিকার প্রথম ডোজ আর দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে দ্বিতীয় ডোজ ও বুস্টার বা তৃতীয় ডোজ দেওয়ার কার্যক্রম চলবে।

Advertisement

এছাড়া আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী করোনা টিকার প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজের বিশেষ ক্যাম্পেইন চলবে বলেও জানিয়েছে অধিদপ্তর।

শনিবার (২৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে দ্রুত নির্ধারিত সময়ের মধ্যে প্রথম ডোজের ভ্যাকসিন নিতে হবে। অন্যথায় ৩ অক্টোবরের পর আর প্রথম ডোজ নেওয়া যাবে না। এছাড়া ৫ থেকে ১১ বছর বয়সী শিশুরাও টিকা পাবে।

Advertisement

এর আগে গত শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দেশে প্রায় ৩৩ লাখ মানুষ এখনো করোনা টিকার প্রথম ডোজ এবং প্রায় ৯৪ লাখ মানুষ দ্বিতীয় ডোজ নেননি।

এএএম/এমএইচআর/এএসএম