লাইফস্টাইল

পূজার কালেকশনে যা পাবেন ‘সাতকাহনে’

আর মাত্র কয়েকদিন পরই শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব। এ উপলক্ষ্যে দেশীয় পোশাকের জনপ্রিয় ব্র্যান্ড সাতকাহন নিয়ে এসেছে বাহারি সব পোশাক।

Advertisement

দারুণ সব পূজার কালেকশনে সেজেছে সাতকাহনের উত্তরা ও বসুন্ধরা সিটির আউলেটগুলো। প্রথম থেকেই দেশীয় মেটেরিয়াল নিয়ে কাজ করে আসছে প্রতিষ্ঠানটি।

থিমভিত্তিক ডিজাইন করে এরই মধ্যে ক্রেতাদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে দেশীয় এই পোশাক ব্র্যান্ড।

এবারের পূজা আয়োজন নিয়ে সাতকাহনের স্বত্ত্বাধিকারী নুরুন্নাহার নীলা জানান, হিন্দুদের এই উৎসব ঘিরে আনন্দে মাতে বাঙালিরা।

Advertisement

এবার পূজায় তার ডিজাইনেই সাতকাহনে পাওয়া যাচ্ছে বাহারি শাড়ি ও থ্রি-পিস। গরমের কথা মাথায় রেখে পূজার কালেকশনে থাকছে নরম সুতি ও হাফসিল্কের শাড়ি।

এছাড়া ব্লক, স্ক্রিন প্রিন্টের ডিজাইনের পাশাপাশি আছে সুতার কাজ, গ্লাস ডলারের ব্যবহার। আরও আছে ক্রেতার চাহিদা অনুযায়ী হ্যান্ডপেইন্টের শাড়ি।

সব ডিজাইনের মধ্যে থাকছে দূর্গা, রাধাকৃষ্ণ, পদ্ম ও মহামায়ার কারুকার্য। এছাড়া বাহারি ডিজাইনের সঙ্গে গনেশ, ময়ূর, পেঁচা, ত্রিশুল ও হিন্দু দর্শনের সর্বোচ্চ ঈশ্বর ব্রহ্মের বাচক ‘ওম’ মোটিফের শাড়ি, পাঞ্জাবি ও কূর্তিও পাবেন ক্রেতারা।

সাতকাহনে বাহারি পোশাকের পাশাপাশি পাবেন নান্দনিক সব গহনার কালেকশনও। শাড়ি ও থ্রি-পিসের সঙ্গে মিলিয়ে বাহারি গহনা কিনতে পারবেন।

Advertisement

দুটি আউটলেটের পাশাপাশি পূজার শপিং করতে পারেন সাতকাহনের অনলাইন পেইজ থেকেও।

জেএমএস/এমএস