পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডে (কেপিপিএল) ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমেছে।সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার থেকে পুঁজিবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে কোম্পানিটি।জানা গেছে, ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি নির্দিষ্ট সময়ে লভ্যাংশ দিতে ব্যর্থ হয়েছে। যা ডিএসইর লিস্টিং রেগুলেশন ২৯ বিধি লঙ্ঘন করে। এ কারনে কোম্পানিটিকে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটারিতে নামিয়ে আনা হয়েছে।‘জেড’ ক্যাটাগরিতে লেনদেনের সময় খুলনা পেপার অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ার কেনার জন্য বিনিয়োগকারীরা কোনো মার্জিন ঋণ পাবেন না। বিষয়টি পরিপালন করার জন্য ট্রেকহোল্ডারদের নির্দেশ দেওয়া হয়েছে।উল্লেখ, কাগজ ও মূদ্রণ খাতের কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।এসআই/একে/এবিএস
Advertisement