রাজনীতি

দেশে নির্বাচন আছে ভোটার নেই

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, নির্বাচন কমিশনার, পুলিশ, র্যাব, বিজিবি ও প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের সংবিধান ও বিধি মোতাবেক কাজ করতে দিন। দলীয় রাজনীতির প্রয়োজনে এদের বেপরোয়া ব্যবহারে রাষ্ট্র অচল হয়ে পড়ছে। সোমবার বিকাল ৩টায় রংপুর পর্যটন মোটেল কনফারেন্স লাউঞ্জে জাগপার নেতাকর্মী ও নাগরিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।যার যে কাজ তাকে সেটা করার সুযোগ দিতে হবে জানিয়ে শফিউল আলম আরো জানান, দেশে এখন নির্বাচন আছে ভোটার নেই। আদালত আছে বিচার নেই। সীমান্ত আছে নাগরিক নিরাপত্তা নেই। মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ- এ কথা শোনার পর দেশে আর সরকারও থাকে না। প্রধান বলেন, শহীদের রক্তে ভেজা বাংলাদেশকে ধ্বংস করার এখতিয়ার শেখ হাসিনার নেই। এবারের সংগ্রাম শুধু গণতন্ত্রের নয়, দেশ ও স্বাধীনতা রক্ষার সংগ্রাম। হিলি-দিল্লির ভরসা করে লাভ নেই। উপরে সর্বশক্তিমান আল­াহ ও জমিনে মজলুম জনতার উপরে ভরসা রেখে খালেদা জিয়ার নেতৃত্বে সংগ্রামে ঝাপিয়ে পড়ুন। মনে রাখবেন স্বাধীনতা ও গণতন্ত্রের সংগ্রাম লড়াইয়ে দম লাগবে। জাগপার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা সভাপতি খন্দকার আবিদুর রহমানের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক আকতারুজ্জামান স্যন্ডোর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান ও পার্টির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান প্রমুখ। । জিতু কবীর/এআরএ/এবিএস

Advertisement