বাগেরহাটের ফকিরহাটের মাসকাটা গ্রামে এক কিশোরীকে চাকরির প্রলোভন দেখিয়ে গণধর্ষণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ধনপোতা এলাকার মৎস্য ঘের থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। বিকেলে ওই কিশোরী বাদী হয়ে স্থানীয় তিন বখাটের বিরুদ্ধে ফকিরহাট থানায় মামলা দায়ের করেছেন।পুলিশ সূত্রে জানা গেছে, বাগেরহাট সদরের রনজিৎপুর গ্রামের স্বামী পরিত্যক্ত আনজিরা বেগম তার কিশোরী মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে বেতাগা ইউনিয়নের পশু হাসপাতালের কোয়াটারে বসবাস করে আসছেন। আনজিরা বেগম ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। রোববার সন্ধায় মাসকাটা এলাকার যুবক রাকিব ওই কিশোরীকে জুট মিলে চাকরি দেয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে ধনপোতা খালের পাড়ের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে আগে থেকে রাকিবের দুই সহযোগী সাব্বির ও হাবিব উপস্থিত ছিল। এরপর কিশোরীকে হত্যার ভয় দেখিয়ে তিনজন মিলে পালাক্রমে তাকে ধর্ষণ করে। পরে ওই কিশোরীকে পার্শ্ববর্তী ধনপোতা এলাকার একটি মৎস্য ঘেরে রেখে তিন বখাটে পালিয়ে যায়। সোমবার দুপুরে স্থানীয়রা কিশোরীর উপর নির্যাতনের বিষয়টি ফকিরহাট থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই কিশোরীকে উদ্ধার করে। বর্তমানে ওই কিশোরী থানা হেফাজতে রাখা হয়েছে।ফকিরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ওই কিশোরীর বাবা অনেক আগে তাদের ত্যাগ করে অন্যত্র চলে গেছেন। কিশোরীর মা আনজিরাও পরে অন্য জায়গায় বিবাহ করেছেন।তিনি আরো জানান, রাকিব নামে এক যুবকের সঙ্গে তার মায়ের পূর্ব পরিচয় ছিল। তার সূত্র ধরে রোববার সন্ধ্যায় ফকিরহাটের মাসকাটা এলাকার যুবক রাকিব ওই কিশোরীকে চাকরি দেয়ার কথা বলে একটি মৎস্য ঘেরে নিয়ে যায়। পরে রাকিবসহ তার দুই বন্ধু মিলে ওই কিশোরীকে ধর্ষণ করে। ভিকটিমকে মঙ্গলবার বাগেরহাট সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে। জড়িত তিন বখাটেকে আটকের চেষ্টা চলছে।শওকত আলী বাবু/এআরএ/এবিএস
Advertisement