অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের মোকাবেলা করবে স্বাগতিক বাংলাদেশ। জুনিয়র টাইগারদের অনুপ্রেরণা দিতে সে ম্যাচে মাঠে থাকতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ব্যস্ততার কারণে সে ম্যাচে মাঠে থাকতে পারছেন না তিনি। তবে ১৪ ফেব্রুয়ারি এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন। এছাড়াও ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রেসিডেন্ট জহির আব্বাস। বিসিবি প্রধান নাজমুল হাসান বলেন, ‘নিয়ম অনুযায়ী আইসিসির প্রেসিডেন্ট বিজয়ীর হাতে ট্রফি তুলে দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সে অনুষ্ঠানে যোগ দেবেন।’উল্লেখ্য, প্রথম বারের মত সেমিফাইনালে খেলার সুযোগ পেয়েই জুনিয়র টাইগারদের চোখ এখন ফাইনালে। প্রতিপক্ষও পেয়েছে তুলনামূলকভাবে সহজ। কারণ টুর্নামেন্ট শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজ যুবাদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করার সুখস্মৃতি এখনো তরতাজা বাংলাদেশের। আরটি/এসএইচএস/আরআইপি
Advertisement