জাতীয়

রংপুর মেট্রোপলিটন পুলিশ গঠন প্রক্রিয়া চূড়ান্ত : আইজিপি

রংপুর মেট্রোপলিটন পুলিশ গঠনের যাবতীয় প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হয়ে গেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।সোমবার বিকেলে রংপুরে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা-২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।আইজিপি বলেন, বিষয়টি আইনগত প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছে। আর এ সংক্রান্ত আইন তৈরি করে সংসদে দেয়া হয়েছে। আইনটি সংসদে পাশ হলেই রংপুর মেট্রোপলিটন পুলিশ গঠন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর মেট্রোপলিটন পুলিশ উদ্বোধন করবেন বলেও জানান তিনি।জাপানি নাগরিক কুনিও হোসি হত্যার তদন্তে অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, জাপানি নাগরিক হত্যার মূলহোতা শনাক্ত হয়েছে। তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। পুরো তদন্ত শেষ হলেই চার্জশিট প্রদান করা হবে। রংপুরে উৎস রহমান হত্যাসহ দেশব্যাপী সাংবাদিক হত্যার ঘটনাগুলো পুলিশ গুরত্ব সহকারে তদন্ত করছে জানিয়ে তিনি বলেন, যারা এসব হত্যার সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হবে।পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুনাক সভানেত্রী শামসুন্নাহার রহমান, পুলিশের রংপুর রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হুমায়ুন কবীর, রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক প্রমুখ।জিতু কবীর/এআরএ/আরআইপি

Advertisement