দেশজুড়ে

ভোলায় কালো রঙের ডিম পাড়ছে হাঁস, এলাকায় চাঞ্চল্য

শৈশবের স্বর্ণের ডিম পাড়া হাঁসের গল্পটি মনে আছে নিশ্চয়ই। হাঁসটি প্রতিদিন একটি করে স্বর্ণের ডিম দিতো। তবে স্বর্ণ না হলেও বাস্তবে কালো রঙের ডিম দিচ্ছে ভোলার একটি হাঁস।

Advertisement

ভোলার চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দাসকান্দি গ্রামের আব্দুল মান্নানের বাড়িতে এমনই ঘটনা ঘটেছে। এ ঘটনা জেলায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পাতিহাঁসটির মালিক তাসলিমা বেগম জানান, তিনি দীর্ঘদিন ধরে ১১টি পাতিহাঁস পালন করে আসছেন। এর মধ্যে একটির বয়স প্রায় ৮ মাস। সেটি বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে ডিম পাড়া শুরু করে। তবে ডিমটি কুচকুচে কালো রঙের। পরে তিনি বাড়ির পাশের লোকজনের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করেন। এরপর বিষয়টি ছড়িয়ে পড়লে ডিমটি দেখতে লোকজন তার বাড়িতে আসতে শুরু করে।

তিনি আরও বলেন, ‘আজ সকালেও হাঁসটি দ্বিতীয় ডিম পাড়ে। তবে সেটির রংও কালো। হাঁসটি কেন কালো রঙের ডিম পাড়ছে বুঝতে পারছি না।’

Advertisement

এ বিষয়ে ভোলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল জাগো নিউজকে বলেন, ‘বিষয়টি শুনে আজ সকালে আমাদের কয়েকজন অফিসারকে সেখানে পাঠিয়েছি। তারা আমাকে বিষয়টি সত্য বলে নিশ্চিত করেছেন।’

ডিমের কালো রঙের ব্যাখ্যায় এ কর্মকর্তা বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি হাঁসটির কোনো পরিযায়ী পাখির সঙ্গে প্রজনন হয়েছে। কিছু পরিযায়ী পাখি কালো রঙের ডিম দেয়। যে কারণে হাঁসটি কালো রঙের ডিম দিচ্ছে। অথবা হাঁসটি কালো রং খেয়েছে বা হাঁসটির জরায়ুর সমস্যার কারণে ডিমের রং কালো হচ্ছে। তবে আমরা সাতটি ডিম দেখবো। এরপর ডিম ও হাঁসটি পরীক্ষাগারে পাঠাবো।’

জুয়েল সাহা বিকাশ/এসআর/জেআইএম

Advertisement