আইন-আদালত

আপিল বিভাগের দুই বেঞ্চ পুনর্গঠন

তিনজন নতুন বিচারপতি নিয়োগ দেয়ার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আরো দুটি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে) সিনহা। এর আগে সোমবার সকালে নবনিযুক্ত বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি। এর পরপরই বেঞ্চ পুনর্গঠন করেন তিনি।পুনর্গঠিত একটি বেঞ্চে থাকছেন প্রধান বিচারপতি এস কে সিনহা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।দ্বিতীয় বেঞ্চে বিচার কাজ পরিচালনা করবেন বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি মোহাম্মদ ইমান আলী ও বিচারপতি মো. নিজামুল হক নাসিম।এর আগে সকাল দশটায় সুপ্রিম কোর্টের মূল ভবনের জাজেজ লাউঞ্জে শপথ নেন আপিল বিভাগের নতুন নিয়োগপ্রাপ্ত বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি মো. নিজামুল হক নাসিম ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।সংবিধানের ৯৫ (১) ধারার ক্ষমতাবলে রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের এ তিন বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে রোববার (০৭ ফেব্রুয়ারি) নিয়োগ দেন। এ তিনজনকে নিয়োগের পর আপিল বিভাগে মোট বিচারকের সংখ্যা দাঁড়িয়েছে মোট নয়জনে।এফএইচ/এসএইচএস/পিআর

Advertisement