আগের দিনই দশ বছরের আক্ষেপ ঘুচিয়েছেন মাহফুজা আক্তার শীলা। একদিন পর নিজের দ্বিতীয় স্বর্ণ পদক জয় করলেন এই বাংলাদেশি জলকন্যা। ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের পর এবার ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে এই পদক জয় করেছেন তিনি। এর আগে বাংলাদেশের পক্ষে প্রথম স্বর্ণ জয় করেন মাবিয়া আক্তার সীমান্ত। তিনি ভারোত্তোলনে ওই স্বর্ণ জয় করেন।এসএ গেমসের চতুর্থ দিনে ৩৪.৪৪ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ পদক জেতেন মাহফুজা। আগের দিনের পদকটি অনেকটা অপ্রত্যাশিতভাবে আসলেও, এদিন ফেবারিটের তকমা নিয়েই পুলে নামেন তিনি। আর নেমেই বাজিমাত করলেন এই বাংলাদেশি। আরটি/একে/আরআইপি
Advertisement