দেশজুড়ে

নারায়ণগঞ্জে সোয়া ৫ কোটি টাকার ভারতীয় কাপড়সহ ট্রাক জব্দ

নারায়ণগঞ্জে কাঁচপুর সেতু থেকে ৫ কোটি ১৬ লাখ সাড়ে ২৪ হাজার টাকা মূল্যের ভাতীয় কাপড়সহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। সোমবার পাগলা কোস্টগার্ড স্টেশন অভিযান চালিয়ে এগুলো জব্দ করে।তবে অভিযানের সময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেন স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান। তিনি জানান, কোস্টগার্ড এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান এর নেতৃত্বে একটি টিম কাঁচপুরে এ অভিযানটি চালায়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যায়। এমতাবস্থায় অপারেশন দল ট্রাকটিতে তল্লাসি চালিয়ে অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি-পিছ ও থানকাপড় দেখতে পায়। পরে মালামালসহ ট্রাকটি জব্দ করে কোস্টগার্ড স্টেশনে আনা হয়।গণনা করে ট্রাকটিতে ৭৭১০টি শাড়ি, ৮৪৭টি থ্রি-পিছ, ১৯১টি শাল (চাদর) ও ২১৬০ কেজি থান কাপড় পাওয়া গেছে। শাহাদাত হোসেন/এফএ/ এমএএস/পিআর

Advertisement