ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেছেন, বাংলাদেশ, ভুটান, ভারত এবং নেপালে মধ্যে চার দেশীয় শিল্পাঞ্চল (বিবিআইএন) গড়ে তোলা হবে। আর এই শিল্পাঞ্চলের সদর দফতর (হেড কোয়ার্টার) পঞ্চগড়ে করার পরিকল্পনা রয়েছে। সোমবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।পঞ্চগড় জেলার বিভিন্ন সম্ভাবনাময় দিক তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের পঞ্চগড়, ভুটানের ফুয়েন্টসলিং, ভারতের শিলিগুড়ি এবং নেপালের বিরাটনগর এলাকা জুড়ে চার দেশীয় এই শিল্পাঞ্চল গড়ে তোলার কাজ শুরু হয়েছে। তিনি আরো বলেন, পঞ্চগড়ে পাথর নিয়ে বিভিন্ন শিল্প কারখানা গড়ে তোলা সম্ভব। প্রয়োজনে তিনি নিজেই এসব শিল্প কারখানার অংশীদার হওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়া তিনি আগামী জুনের মধ্যেই পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ইমিগ্রেশন সুবিধা চালু করতে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পঞ্চগড় চেম্বারের সভাপতি আশরাফুল আলম পাটোয়ারি, সিনিয়র সহ-সভাপতি এবিএম কামরুজ্জামান শাহান শাহ, প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল, সাধারণ সম্পাদক সফিকুল আলম ও সাংবাদিক সাইফুল আলম বাবু প্রমুখ।এর আগে তিনি স্থানীয় সরকারি অডিটোরিয়াম চত্বরে নিটল-নিলয় গ্রুপের তিন দিনব্যাপী টাটা গ্র্যান্ড মেলার উদ্বোধন করেন। এরপর তিনি পঞ্চগড় চেম্বার ভবনে ব্যবসায়ী নেতৃবৃন্দ, পঞ্চগড় পৌরসভায় নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় করেন।সফিকুল আলম/এআরএ/আরআইপি
Advertisement