খেলাধুলা

ধোনির বিরুদ্ধে আবারো ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ

আইপিএলে চেন্নাই সুপার কিংসে থাকাকালীন বেশ কয়েকবার ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিপক্ষে। ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে তার সাবেক দল চেন্নাই ও রাজস্তান দুই বছরের নিষেধাজ্ঞায় রয়েছে। তবে এবার ধোনির বিরুদ্ধে জাতীয় দল নিয়ে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। ২০১৪ সালে ম্যানচেস্টারে খেলা ভারত-ইংল্যান্ড টেস্টটি ‘পাতানো’ ছিল বলে দাবি করেছেন দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন ও ভারতীয় দলের সাবেক ম্যানেজার সুনীল দেব। ওই সময় ভারতীয় দলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন সুনীল। ম্যাচের দিন বৃষ্টি ও ভেজা পিচের কারণে টিম মিটিংয়ে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু ধোনি বোলিং নেন। এই প্রসঙ্গে সুনীল বলেন, ‘বৃষ্টি ও পিচের কারণে আমরা টিম মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম আগে বোলিং করবো। কিন্তু আমরা বিস্মিত হয়ে দেখলাম ধোনি আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল।’তিনি আরো বলেন, ‘সাবেক ইংলিশ অধিনায়ক জিওফ্রে বয়কটও বিস্মিত হয়েছিলেন। ধোনি ইচ্ছে করে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল এবং আমি শতভাগ নিশ্চিত সে ম্যাচটা ফিক্স করেছিল। স্বাভাবিকভাবেই ম্যানচেস্টারের সে টেস্টে ইনিংস ও ৫৪ রানে হারে ভারত।’এতদিন পর কেন এটা প্রকাশ করছেন, আগে কেন করেননি? এমন প্রশ্নে সুনীল বলেন, ‘মানুষ সত্যি কথাটা বিশ্বাস করবে না। এছাড়া এতে নিজের প্রাণহানির আশঙ্কা করেছিলাম।’ তবে তৎকালীন ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান এন শ্রীনিবাসনকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছিলেন বলে দাবি করেন তিনি। কিন্তু ভারতীয় বোর্ড এটা নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি। যোগ করেন সুনীল। আরটি/একে/এবিএস

Advertisement