তিনি গর্ভবতী হয়েছিলেন তবে জানতেন না কীভাবে এটি সম্ভব হয়েছে। পরে বাড়িতেই সন্তানের জন্ম দেন। সদ্য প্রয়াত সন্তানকে বাক্সের মধ্যে ভরে রেখে দেন। এ ঘটনায় পুলিশ ওই তরুণীর বিরুদ্ধে সন্তান হত্যার দায়ে অভিযোগ গঠন করেছে।যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটেছে। পাকিস্তান ট্যুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেলসি মার্টিন নামের ওই তরুণীর বিরুদ্ধে গত ২৮ জানুয়ারি সন্তানের মৃত্যুর তথ্য গোপন রাখার অভিযোগ এনেছে পুলিশ। কেলসির আইনজীবী স্থানীয় সংবাদমাধ্যম পেনলাইভডটকমকে জানান, ঘটনাটি অত্যন্ত ভয়াবহ হলেও ব্যাখ্যাযোগ্য ট্রাজেডি। পেনসিলভানিয়া পুলিশ বলছে, পেটের ব্যথা নিয়ে গত বছরের এপ্রিলে ২১ বছরের ওই তরুণী হাসপাতালে যান। মূত্রনালীতে সংক্রমণ হয়েছে বলে চিকিৎসককে জানান তিনি। পরে তাকে অ্যান্টিবায়োটিক ওষুধ দেন চিকিৎসকরা। কিছুদিন পরে আবারো হাসপাতালে যান ওই তরুণী। তখন চিকিৎসকরা নিশ্চিত হন, এর আগে ওই তরুণী সন্তানের জন্ম দিয়েছেন। পরে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়ে কেলসি বলেন, বাক্সের মধ্যে ভরে রাখায় নিশ্বাস বন্ধ হয়ে মারা গেছে ওই শিশু। তবে মৃত অবস্থায় শিশুটির জন্ম হয়েছিল কিনা তা ময়নাতদন্তেও নিশ্চিত হওয়া যায়নি। তবে আট মাস পরে কেন ওই তরুণীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে তা পরিষ্কার নয়।এসআইএস/আরআইপি
Advertisement