বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লার তৃতীয় চালান মোংলা বন্দরে এসেছে। বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টায় বন্দরের হাড়বাড়ীয়ার ১৩ নম্বরে ভিড়ে কয়লা বহনকারী বিদেশি জাহাজ এমভি সানিয়া।
Advertisement
এর আগে মঙ্গলবার রাত ৮টায় কয়লার দ্বিতীয় চালান নিয়ে মোংলা বন্দরে আসে এমভি মাগদা-পি। আর ৫ আগস্ট কয়লার প্রথম চালান নিয়ে মোংলায় আসে এমভি আকিজ হেরিটেজ। এসব কয়লা আমদানি হয়েছে ইন্দোনেশিয়া থেকে।
বিদেশি জাহাজ এমভি সানিয়ার স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের ম্যানেজার খন্দকার রিয়াজুল হক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘জাহাজ এমভি সানিয়া থেকে লাইটারে দুপুর ১২টা থেকে কয়লা খালাস শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে ভেড়া এমভি মাগদা-পি জাহাজটি থেকে রাতেই কয়লা খালাস হয়েছে এবং লাইটারে পরিবহন শুরু হয়েছে।
Advertisement
আবু হোসাইন সুমন/এসজে/জিকেএস