বাজারে এখন চালতা বেশ সহজলভ্য। চালতা অনেকেই বিভিন্ন তরকারি এমনকি ডাল রান্নাতেও ব্যবহার করেন। তবে চালতার আচার সবার কাছেই প্রিয়। যখন তখনই এই আচার মুখে পুরলে স্বস্তি মেলে।
Advertisement
তবে অনেকেই ঘরে চালতার আচার সঠিক উপায়ে তৈরি করতে পারেন না। এক্ষেত্রে রেসিপি অনুসরণ করলে খুব সহজেই আপনি ঘরেই তৈরি করতে পারবেন চালতার আচার। জেনে নিন রেসিপি-
উপকরণ
১. চালতা ২টি২. সরিষার তেল ১কাপ৩. পাঁচফোড়ন ১ চা চামচ৪. তেজপাতা ২টি৫. সিরকা ১ টেবিল চামচ৬. লবণ ১ টেবিল চামচ৭. শুকনো লাল মরিচ ৫-৬টি৮. ভাজা মৌরি গুঁড়া ১ টেবিল চামচ৯. হলুদ গুঁড়া ১ চা চামচ১০. মরিচ গুঁড়া ১ টেবিল চামচ১১. ধনিয়া গুঁড়া ১ চা চামচ১২. সরিষা বাটা ১ চা চামচ১৩. রসুন বাটা আধা চা চামচ১৪. চিনি আধা কাপ ও১৫. গুড় আধা কাপ।
Advertisement
পদ্ধতি
প্রথমে চালতা পাতলা করে কেটে ছেঁচে নিন। এরপর গরম পানিতে সামান্য হলুদ মিশিয়ে ভাঁপ দিয়ে নিতে হবে চালতা। এবার চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিন।
তারপর পাঁচফোড়ন ও তেজপাতা হালকা ভেজে নিন। এবার একে একে বাটা মসলা, গুঁড়া মসলা ও সিরকা মিশিয়ে নাড়ুন। অল্প সময় নেড়ে মসলা কসিয়ে ভাঁপ দেওয়া চালতাগুলো দিয়ে দিন।
চালতা নেড়ে মসলার সঙ্গে মিশিয়ে দিন। এবার চিনি, লবণ ও গুড় দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে হবে। চিনির পানি শুকিয়ে আচার আঁঠালো হয়ে আসলেই মৌরি গুঁড়া ও শুকনো মরিচ দিয়ে নেড়ে নামিয়ে ফেলুন।
Advertisement
ব্যাস তৈরি হয়ে গেল জিভে জল আনা চালতার আচার। কাচের বয়ামে রেখে অনেকদিন পর্যন্ত খেতে পারবেন চালতার আচার।
রেসিপি- ঝুমুর’স রেসিপি
জেএমএস/এমএস