‘ভবিষ্যতে এফডিআরের বিকল্প হবে মিউচুয়াল ফান্ড। এটি মার্কেটকে স্থিতিশীল করতে ও টেকশই অগ্রগতিতে অনেক সহায়তা করে। সে কারণে আমাদের নজর মিউচুয়াল ফান্ডের দিকে অনেক বেশি। এখানে বিনিয়োগের সময় এখন।'
Advertisement
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড- বলরুমে আয়োজিত 'রিং দ্যা বেল' অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের লেনদেন শুরু উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিবলী রুবাইয়াত বলেন, এ ঘণ্টা বাজানোর মাধ্যমে বুধবার (২১ সেপ্টেম্বর) থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মিউচুয়াল ফান্ডটির লেনদেন শুরু হবে। আমরা ঘণ্টা বাজিয়ে বুঝিয়ে দিলাম, মিউচুয়াল ফান্ডে এখন বিনিয়োগের সময়।
Advertisement
তিনি বলেন, সামনে শরিয়াহভিত্তিক কিছু মিউচুয়াল ফান্ড আসবে। যেখানে আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাই-বোনেরা বিনিয়োগ করতে পারবেন। মিউচুয়াল ফান্ডগুলো এখন ভালো লভ্যাংশ দিচ্ছে। এখন শুধু দরকার মানুষের আস্থা। আমরা সে লক্ষ্যে কাজ করছি।
‘ডিএসই চেয়ারম্যান জানিয়েছেন, আমরা যখন আসি তখন বাজারের মূলধন ছিল তিন- সাড়ে তিন লাখ কোটি টাকা। এখন সেটা পাঁচ লাখ কোটি টাকার ঘরে। ডিএসই যদি সিডিবিএলের সঙ্গে ঠিকমতো কাজ করতে পারে, তাহলে সেটা আট লাখ কোটি টাকায় চলে যাবে।’
অনুষ্ঠানে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) থেকে বিনিয়োগকারীদের ৭০ লাখ ৫১ হাজার ৭০২ টাকা সমমূল্যের অমীমাংসিত দাবি নিষ্পত্তি করা হয়।
এ অনুষ্ঠানের মাধ্যমে শেয়ারবাজার থেকে ২৭ বছরের লভ্যাংশ পেয়েছেন শহীদ জননী জাহানারা ইমামের পরিবার। তার ছোট ছেলে সাইফ ইমামের পক্ষে একজন প্রতিনিধি বিএসইসি চেয়ারম্যানের কাছ থেকে লভ্যাংশের ১ লাখ ৪২ হাজার ৪১০ টাকার চেক নেন।
Advertisement
অনুষ্ঠানে জানানো হয়, ১৯৯৩ সালে ইঞ্জিনিয়ার্স লিমিটেড নামের একটি কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন জাহানারা ইমাম। ২০১৯ সাল পর্যন্ত তার লভ্যাংশের পরিমাণ ১ লাখ ৪২ হাজার ৪১০ টাকা।
সিএমএসএফের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো. নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিএসইসি কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, ড. মিজানুর রহমান ও ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান।
এমএএস/এসএএইচ