প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষার নামে কোমলমতি শিশুদের উপর অসহনীয় মানসিক চাপ দেওয়া হচ্ছে উল্লেখ করে ‘পিএসসি’ পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছে উদ্বিগ্ন অভিভাবকরা। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান তারা।মানববন্ধনে অভিভাবকরা বলেন, সরকার ২০১৮ সাল থেকে পিএসসি পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছেন এটা সরকারের প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু আমাদের দাবি হল ২০১৮ সাল নয়, ২০১৬ সাল থেকেই এ পরীক্ষা বন্ধ করতে হবে।তারা অরো বলেন, জিপিএ-৫ এর মূলা ঝুলিয়ে স্কুলগুলোতে কোমলমতি বাচ্চাদের উপর বাড়তি পড়ার চাপ প্রয়োগ করা হচ্ছে। অভিভাবকরা স্কুল ও কোচিংয়ের পড়া শেষ করতে রাত ১২টা পর্যন্ত পড়াতে বাধ্য হচ্ছেন। এ চাপ অবিলম্বে বন্ধ করতে হবে।মানববন্ধন শেষে শিক্ষা মন্ত্রণালয়ে স্বারক লিপি প্রদান করা হবে বলেও জানান অভিভাবকবৃন্দরা। মানববন্ধনে বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের অভিভাবকরা অংশ নেয়।এএস/আরএস/এসএম
Advertisement