বিনোদন

রাজন সাহার সুরে উপমহাদেশের দুই গুণী শিল্পী

বাংলাদেশি সংগীত পরিচালকর রাজন সাহার সুর ও সংগীতে গানে কণ্ঠ দিলেন উপমহাদেশের অন্যতম গুণী সংগীতশিল্পী রাঘব চট্টোপাধ্যায় ও মনোময় ভট্টাচার্জ্য। রাজন সাহা তার সুরে তৈরি করছেন আন্তর্জাতিক বাংলা গানের অ্যালবাম ‘দ্যা লিজেন্ডারি চন্দ্রগ্রাস’।দেশবরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী, সালাউদ্দিন আহমেদ, কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, পার্থ বড়ুয়ার মতো শিল্পীরা তাদের কণ্ঠের জাদু ছড়িয়েছেন এই বহুল আলোচিত অ্যালবামে। সেই ধারাবাহিকতায় এবার কণ্ঠ দিলেন ভারতের এই গুণী সংগীতশিল্পী। চন্দ্রগ্রাস অ্যালবামে গান করা প্রসঙ্গে রাঘব বলেন, ‘রাজনের সংগীত নিয়ে চিন্তা ভাবনা আমাকে মুগ্ধ করেছে। ওর সুরায়োজনে আমার গাওয়া ‘মনপাখি’ গানটা ফোঁক ধাঁচের। একটু আধ্যাত্মিক সুরের ছোঁয়াও আছে। গানের সুরটা শুনে ভেতরটা কেঁদে উঠেছিল। আমার ধারনা থেকে বলছি শ্রোতারা অবশ্যই ভালো একটি গান পেতে যাচ্ছে।’অন্যদিকে মনোময় বলেন, ‘রাজন সাহার সুরে ক্ল্যাসিক্যাল কাজ অনেক মজবুত। অনেক আনন্দ নিয়ে ‘এলোমেলো সুর’ গানটি গেয়েছি। রাজন অনেক দূর যাবে।’  অ্যালবাম নিয়ে সুরকার ও সংগীত পরিচালক রাজন সাহা জাগো নিউজকে বলেন, ‘চন্দ্রগ্রাস’ শুধু মাত্র কোনো গানের অ্যালবাম নয়। এখানে অনেক গুণী শিল্পীকে এক সুতোয় বাঁধার প্রয়াস চালানো হয়েছে। অনেক চমক থাকবে এই অ্যালবামে যা আগে কখনোই শ্রোতারা এক অ্যালবামে পাননি। এখনো অনেক কণ্ঠশিল্পীকে, অনেক গীতিকবিকে এই সুতোয় বাঁধতে বাকি! ধীরে ধীরে সবাই এখানে আসবেন।’রাজন জানান, এখন পর্যন্ত এই অ্যালবামের জন্য গান লিখেছেন শাহান কাবন্ধ, রেজাউর রহমান রিজভী, ড. আতিউর রহমান, কামরুজ্জামান স্বাধীন, জীবন ফারুকী ও রাজন সাহা প্রমুখ।সংগীত আয়োজন করেছেন সুমন কল্যাণ, মীর মাসুম, সোমিক বন্দ্যোপাধ্যায় (ভারত) ও রাজন সাহা। প্রসঙ্গত, ১২/১২/১২ তারিখে রাজন সাহার কথা ও সুরে ‘ভালবাসার বৃষ্টি’ নামে তারকা নির্ভর অডিও অ্যালবামটি জি- সিরিজ (বাংলাদেশ) ও কজমিক হারমোনি (ভারত)- এর ব্যানারে প্রকাশ হয় পায়। তারপর থেকেই সাফল্যের পথে ছুটছেন তিনি।            এলএ

Advertisement