বিনোদন

ভালোবাসা দিবসে চাই তোরে

আসছে ভালোবাসা দিবসে আকাশ নিবিরের কথা ও সুরে প্রকাশ পাচ্ছে গানের অ্যালবাম ‘চাই তোরে’। এখানে ‘বৃষ্টি তুমি’, ‘চাই তোরে’, ‘মা’, ‘স্বর্গ থেকে প্রেম’, ‘বন্ধু’ ও ওমর ফারুকের কথায় ‘ছি কুত কুত’ গানগুলি শুনতে পাবেন শ্রোতারা। সাহেদের সংগীতায়োজনে অ্যালবামের ৮টি গানে কণ্ঠ দিয়েছেন শাহ রাজ খান। এছাড়াও গেয়েছেন সাহেদ, ক্লোজআপ তারকা সাজু, ক্যাপ্টেন, সোয়েবা (কোলকাতা), সাকিব শাহ ও সেরাকণ্ঠের মিতা।অ্যালবামটি নিয়ে আকাশ নিবির বলেন, ‘গান লেখালেখি সেই ছোট্ট বেলা থেকেই আমার কাছে নেশার মতো। গান শোনার জন্য মায়ের হাতে অনেক মারও খেয়েছি। একটা সময় মা বুঝতে পারলেন এই নেশা আমার কাটবে না। তাই নিজেই হয়ে উঠলেন অনুপ্রেরণা। আমার প্রথম গান লিখা হয় ‘বিহাইন্ড দ্যা টোকাই’ চলচ্চিত্র দিয়ে। তারপর একক অ্যালবাম ‘এক জীবনের ভালবাসা’, ক্লোজ আপ তারকা সাজুর ‘জিতবে এবার বাংলাদেশ’-এ গান লিখেছি। আমি প্রথম থেকেই আমার সব কাজই আমার বাবা-মা, সকল বন্ধু ও সকল সাংবাদিক ভাইদের উৎসর্গ করি। এবারও অ্যালবামটি তাই করছি।’গায়ক শাহ রাজ বলেন, ‘আমি একজন সরকারি কর্মকর্তা। কাজের পাশাপাশি গান করার চেষ্টা করি। এটা আমার প্রথম অ্যালবাম। ছোটবেলা থেকেই গান করি। গান আমার জীবনের একটা অংশ। আর আকাশ নিবির আমার বন্ধু মানুষ। খুব সুন্দর লিখে সে। আশা করছি আমাদের প্রয়াস মুগ্ধ করবে শ্রোতাদের।’অ্যালবামি শিগগিরই বাজারে পাওয়া যাবে নিশ্চিত করেছেন আকাশ নিবির।এলএ

Advertisement