আন্তর্জাতিক

গণহত্যার অভিযোগ থেকে মুবারককে অব্যাহতি

মিশরে ২০১১ সালের গণঅভ্যুত্থানের সময় ২৩৯ জন বিক্ষোভকারীকে হত্যার দায়ে করা মামলা থেকে খালাস পেয়েছেন দেশটির ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট হোসনি মোবারককে।  শনিবার মিশরের রাজধানী কায়রোর একটি আদালত এই রায় ঘোষণা করে। হোসনি মোবারকের শাসনামলের স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল অ্যাডলে ও ৬ নিরাপত্তা কর্মকর্তাকেও এই মামলা থেকে খালাস দেয়া হয়েছে। এছাড়া দুর্নীতির দায়ে হোসনি মোবারকের বিরুদ্ধে করা অন্য আরো একটি মামলা খারিজ করে দিয়েছে আদালত। হোসনি মোবারকের খালাস পাওয়ার ঘটনায় গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যরা তীব্র ক্ষোভ জানিয়েছেন। গণহত্যার এই মামলায় ২০১২ সালে মোবারক ও অ্যাডলেকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। পরে আপিল বিভাগ সেই খারিজ করে মামলাটি পুনঃর্বিচারের আদেশ দেয়। অর্থ আত্মসাতের মামলায় বর্তমানে তিন বছরের সাজা ভোগ করছেন হোসনি মোবারক। সূত্র: বিবিসি

Advertisement