মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রে করোনা মহামারি শেষ হয়েছে। তবে দেশটিতে এখনও করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমাদের এখনও সমস্যা রয়ে গেছে তবে পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে। খবর বিবিসির।
Advertisement
এর আগে গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বলেছিলেন, আপাত দৃষ্টিতে মহামারির সমাপ্তি ঘটেছে। রোববার ‘সিক্সটি মিনিটস’ নামে সিবিএস-এর এক অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাতকারে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র এখনও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ‘অনেক কাজ’ করছে।
প্রেসিডেন্ট বাইডেন বলেন, আপনি যদি খেয়াল করেন দেখবেন কেউ এখন মাস্ক পরছে না। সবাই স্বাভাবিক জীবনে ফিরছে। আমি মনে করি সব কিছুতেই পরিবর্তন আসছে।
তবে কোভিড-১৯ এর জনস্বাস্থ্য বিষয়ক স্বাস্থ্য সতর্কতায় এখনই কোনো পরিবর্তন আনার পরিকল্পনা নেই। গত আগস্টে মার্কিন কর্মকর্তারা জনস্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে। ২০২০ সালের জানুয়ারি থেকেই এই অবস্থা জারি রয়েছে।
Advertisement
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৬৩১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৪ হাজার ৩০২ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৪ লাখ ৩০ হাজার ৮৮৫ জন।
এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৩১ হাজার ৭০৪ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ কোটি ৭৪ লাখ ৬২ হাজার ৬০৯ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৯ কোটি ৭২ লাখ ৫৩ হাজার ৫৯২ জন।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ হাজার ৮৯১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৯০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৭৫ লাখ ৫৪ হাজার ৫৫৫ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৭৮ হাজার ৯৩৮ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ৯ কোটি ৪০ লাখ ৫৫ হাজার ৪৮০ জন।
টিটিএন
Advertisement