রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি করোনা আক্রান্ত হয়ে মারা যান।
Advertisement
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কেউ ভর্তি হননি। এ সময়ের মধ্যে কেউ ছাড়পত্রও পাননি। সকাল পর্যন্ত এখানে ১১জন রোগী চিকিৎসা নিচ্ছেন।
এদিকে রাজশাহীতে ২২ জনের নমুনা পরীক্ষায় সাত জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ৩১ দশমিক ৮২ শতাংশ।
Advertisement
এসজে/জিকেএস