কুষ্টিয়ার দৌলতপুরে শিশু ধর্ষণ মামলায় জনি (৩৪) নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
Advertisement
সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত জনি দৌলতপুর উপজেলার হাফিজুল প্রামানিকের ছেলে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল হালিম রায়ের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১২ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী (৭) মাঠে ঘাস কাটছিল। এ সময় জনি তাকে পার্শ্ববর্তী তামাক ক্ষেতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে চাষিরা ছুটে এলে জনি পালিয়ে যান। এ ঘটনায় ওই দিনই শিশুর বাবা বাদী হয়ে দৌলতপুর থানায় ধর্ষণ মামলা করেন।
Advertisement
মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ১৮ মার্চ দৌলতপুর থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম জনির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
আল-মামুন সাগর/এসজে/জেআইএম