নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের দুটি মামলার চার্জ গঠনের শুনানি চলছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এ শুনানি শুরু হয়। এ সময় নূর হোসেন, তারেক সাইদ, কর্নেল এমএম রানা, মেজর আরিফসহ ২৩ জন আসামি আদালতে উপস্থিত আছেন।এর আগে ১১ ও ২৭ জানুয়ারি দুই দফা চার্জ গঠনের তারিখ পেছায় এবং ৮ ফেব্রুয়ারিকে আবারো চার্জ গঠনের জন্য ধার্য করে আদালত। ২৭ জানুয়ারি গঠনের শুনানির দিন থাকলেও আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগপত্রের সার্টিফাই কপির অনুলিপি না পাওয়ার কথা বলে সময়ের আবেদন করেন। পরে বিজ্ঞ আদালত ন্যায় বিচারের স্বার্থে শুনানি শেষে পরবর্তী দিন ধার্য করেন।শাহাদাত হোসেন/এসএস/এসএম
Advertisement