একুশে বইমেলা

বইমেলায় লোকমান আহম্মদ আপনের তিনটি বই

বর্তমান সময়ের অন্যতম প্রধান তরুণ ছড়াকার ও শিশু সাহিত্যিক লোকমান আহম্মদ আপন। শক্তিমান ছড়াকার হিসেবে যেমন প্রতিষ্ঠিত, তেমনি জনপ্রিয় শিশু সাহিত্যিক হিসেবেও সমাদৃত। ছড়ার কাগজ সম্পাদনাতেও রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর। তাঁর সম্পাদিত ভিন্নধারার ছড়ার কাগজ ‘ছড়াকর্ম’ সকল ছড়াকারদের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। ইতোমধ্যে তার দেড় ডজন বই প্রকাশ হয়েছে। অমর একুশে বইমেলা ২০১৬ তে  জনপ্রিয় এই লেখকের তিন তিনটি বই প্রকাশ হচ্ছে। এর মধ্যে দুটো ছড়ার বই। আর একটি বই কিশোর উপন্যাস। বইগুলোর প্রকাশক রাতুল গ্রন্থ প্রকাশ। স্টল নম্বর ৫৯২, সোহরাওয়ার্দী উদ্যান, শিশু চত্বর। সেই সাথে নতুন চমক নিয়ে কয়েকদিরে মধ্যে তাঁর সম্পাদিত ছড়ার কাগজ ‘ছড়াকর্ম’র নতুন সংখ্যা মেলায় আসছে। ছড়া নিয়ে ছড়াএকটি একটি এক্সক্লুসিভ ছড়ার বই। মানে বাংলা সাহিত্যে এর আগে এই বিষয় নিয়ে কোন ছড়ার বই আছে কি না সন্দেহ। বইটির সবগুলো ছড়া-ই ছড়া নিয়ে লেখা। মানে ছড়াগুলোর বিষয়টা-ই হচ্ছে ছড়া। একটিমাত্র বিষয়, তাও আবার ছড়া, এমন জটিল একটি বিষয় নিয়ে একবই ছড়া লেখা কম কথা নয়। বইটি নতুন পুরাতন সবরকমের ছড়াকারকেই উদ্বুদ্ধ করবে। বইটির অসাধারণ সুন্দর একটি প্রচ্ছদ করেছেন শিল্পী জয়ন্ত আহসান। আর অলংকরণ করেছেন শিল্পী অনিরুদ্ধ বাড়ৈ। বইটির মূল্য ৫০ টাকা।ছড়ায় ছড়ানো হাসিএটি একটি অনিন্দ্য সুন্দর  নিরেট শিশুতোষ ছড়ার বই। লোকমান আহম্মদ আপন তার সহজাত ভঙ্গিতে লিখেছেন বইয়ের ছড়াগুলো। সহজ সরল আর ঝরঝরে ছড়াগুলো ছোটরা সহজে বুঝতে পারবে আর পড়ে আনন্দ পাবে। বড়রাও পড়ে আনন্দ পাবেন, খুঁজে পাবেন নিজের হারানো শিশু ও কিশোরবেলাকে। বইটির চমৎকার সুন্দর একটি প্রচ্ছদ এঁকেছেন শিল্পী সোহাগ পারভেজ। সুন্দর প্রচ্ছদ প্রথমেই মন কেড়ে নেয় সহজে। প্রতিটি ছড়ার সাথে চমৎকার অলংকরণ করেছেন শিল্পী অনিরদ্ধ বাড়ৈ। মূল্য ৫০ টাকা।ভূত দিয়ে ভূত তাড়ানোএটি একটি ভৌতিক কিশোর উপন্যাস। বইটি লোকমান আহম্মদ আপনের অনন্য সৃষ্ট চরিত্র ‘বোকাভূ’র সিকুয়াল। টানটান উত্তেজনা আর গা ছমছমে গল্পে সাজানো এ কিশোর উপন্যাস খুব সহজে পাঠককে আকৃষ্ট করবে। পড়তে শুরু করলে শেষ না করে উঠতে কষ্ট হবে। বইটি পড়ে শিশুরা যেমন গা ছমছমে আনন্দ পাবে তেমনি বড়রাও পাবে ছেলেবেলার মধুর স্মৃতি। সবচেয়ে বড় কথা হলো বইটি ভৌতিক হলেও সহজে এর চরিত্রের ভিতর নিজেকে ঢুকিয়ে দেয়া যায়। বইটির অনিন্দ্য সুন্দর একটি প্রচ্ছদ করেছেন শিল্পী মনিরুজ্জামান পলাশ। আর অলংকরণ করেছেন শিল্লী হিরনম্য় চন্দ ও অমল পাল। মূল্য ১২০ টাকা।এইচএন/এসএম

Advertisement