রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার কেউটিল এলাকায় শাটল ট্রেনে কাটা পড়ে শিখা রানী (২৫) নামে এক নারী মারা গেছেন। সোমবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।রাজবাড়ী জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন মজুমদার এর সত্যতা নিশ্চিত করে জানান, শিখা রানী শাটল ট্রেন আসার সময় ট্রেনের সামনে দিয়ে দৌঁড় দিলে ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথেই তিনি মারা যান।রুবেলুর রহমান/এসএস/এসএম
Advertisement