সীমান্তের ওপারে ভারতে প্রবল বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পানিতে ফুলেফেঁপে উঠছে মুহুরী নদীর পানি। ফলে ফেনীর ফুলগাজী ও পরশুরাম পয়েন্ট মুহুরী নদীর পানি বিপৎসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
Advertisement
শনিবার (১৭ সেপ্টেম্বর) ভোররাতে ফুলগাজী বাজারে গার্ডওয়ালের ওপর দিয়ে মুহুরী নদীর পানি লোকালয়ে ঢুকে পড়ে। এতে দোকানপাটের মালামাল নষ্ট হচ্ছে। রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেল থেকে ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী বাজার অংশও প্লাবিত হয়।
সরেজমিনে দেখা গেছে, ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এক ফুটের ওপর পানি। ফুলগাজী ব্রিজের উত্তর পাশে দারুল উলুম মাদরাসার ওপর দিয়ে ফেনী-পরশুরাম সড়ক থই থই করছে পানিতে।
মহিলা কলেজ রোডের ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, ড্রেনের মুখ খোলা থাকায় মুহুরী নদীর পানির সঙ্গে বাজারের ময়লা-আবর্জনাও ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে। পরশুরামের মুহুরী নদীর বাঁধ ভেঙে গেলে ফুলগাজী বাজার তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্রতিবছর এভাবে বন্যার পানিতে বাজার তলিয়ে যাওয়ায় ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
Advertisement
ফেনীর পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রকৌশলী আক্তার হোসেন জানান, রোববার সন্ধ্যা ৭টা পর্যন্ত ফুলগাজী ও পরশুরামে মুহুরী নদীতে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। দুই থেকে তিনটি জায়গা ঝুঁকিপূর্ণ। তবে এখন পর্যন্ত কোথাও বাঁধ ভাঙেনি।
আবদুল্লাহ আল-মামুন/এএএইচ