রাজধানীর ভাষানটেকে একটি বাসার সেপটিক ট্যাংক থেকে সাজিদ খান (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ভাষানটেক থানা পুলিশ। রোববার বিকেল থেকে নিখোঁজ ছিল সাজিদ। সোমবার সকালে ভাষানটেক বিআরটি প্রকল্প এলাকার একটি বাসা থেকে তার উদ্ধার করা হয়। ভাষানটেক থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আসিফ ইকবাল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।সুরৎহাল প্রতিবেদন প্রস্তুতের পর সাজিদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে বলে জানান আসিফ ইকবাল।রোববার সাজিদ নিখোঁজ হওয়ার পর ওই রাতেই ভাষানটেক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল তার পরিবার।অপহরণের চার দিন কেরানীগঞ্জে স্কুলছাত্র আব্দুল্লাহর মরদেহ উদ্ধারের এক সপ্তাহের মধ্যেই আজ সাজিদের মরদেহ উদ্ধার হলো। এদিকে আব্দুল্লাহ হত্যা মামলার মূল আসামি মোতাহার আজ সোমবার ভোরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন।এআর/জেইউ/এনএফ/এসএম
Advertisement