আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মাঝ আকাশে দুই প্লেনের সংঘর্ষ, নিহত ৩

মাঝ আকাশে দুটি প্লেনের ভয়াবহ সংঘর্ষে যুক্তরাষ্ট্রে তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৭ সেপ্টম্বর) স্থানীয় সময় সকাল ৯টার কিছু আগে দেশটির কলোরাডো অঙ্গরাজ্যের বোল্ডার কাউন্টির ভ্যান্স ব্র্যান্ড বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এ তথ্য নিশ্চিত করেছে। খবর: সিএনএন’র।

এফএএ জানায়, একটি সিঙ্গেল ইঞ্জিনের সেসনা ১৭২ প্লেনের সঙ্গে আরেকটি প্লেনের সংঘর্ষ হয়। সেসময় সেসনায় দুইজন আরোহী ছিলেন। অন্যটিতে একজন ছিলেন। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বোল্ডার কাউন্টি শেরিফ অফিস জানায়, দুর্ঘটনায় সেসনা ১৭২ প্লেনের দুই আরোহী ঘটনাস্থলে মারা যান। তবে আরেকটি প্লেনের আরোহী মারা যান উদ্ধারকারীরা ঘটানস্থলে পৌঁছানোর পর।

Advertisement

উদ্ধারকারীরা দুটি বিধ্বস্ত প্লেনকে পৃথক জায়গায় শনাক্ত করে। প্রথম প্লেনটি পাওয়া যায় নিউয়োট রোডের দক্ষিণে এবং আরেকটি পাওয়া যায় উত্তরে।

পুলিশ জানিয়েছে, এফএএ এবং দেশটির জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছে।

ইএ/জেআইএম

Advertisement