দেশজুড়ে

‘টিভিতে দেখি প্রচুর ইলিশ, বাজারে এসে দেখি দাম নাগালের বাইরে’

সাতক্ষীরার বাজারগুলোতে পর্যাপ্ত ইলিশ মাছ সরবরাহ থাকলেও দাম চড়া। ফলে ইলিশের ধারেকাছেও ভিড়তে পারছেন না নিম্ন-মধ্যবিত্তরা। ব্যবসায়ীরা বলছেন, পরিবহন খরচের কারণে বাজারে সব পণ্যের দাম বেশি। এর প্রভাব পড়েছে মাছের বাজারেও।

Advertisement

শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা বড়বাজারে গিয়ে দেখা গেছে, দুই কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২০০০-২২০০ টাকা কেজি, দেড় কেজি ওজনের ১৪০০-১৬০০ টাকা, এক কেজি ওজনের ১২৫০-১৪০০ টাকা, ৫০০ গ্রামের বেশি ওজনের ৬৫০-১০০০ টাকা, ৫০০ গ্রামের চেয়ে কম ওজনের ৫৫০-৭০০ টাকা।

ইলিশ কিনতে আসা শেখ তানজির কচি বলেন, ‘অন্যবছরের তুলনায় এ বছর ইলিশের দাম অনেক বেশি। তবে মাঝে কিছুটা কম ছিল। দামের কারণে ইলিশ কেনা ক্ষমতার বাইরে চলে গেছে। অথচ এ বর্ষায় ইলিশের দাম হওয়ার কথা ছিল ক্রেতাদের নাগালে। ভরা মৌসুমেও বেশিরভাগ নিম্নবিত্ত মানুষ ইলিশের স্বাদ নিতে পারছেন না।’

শামীম পারভেজ নামের অপর এক ক্রেতা বলেন, ‘এখন ইলিশের ভরা মৌসুম। টিভিতে আড়তে প্রচুর ইলিশ সরবরাহের সংবাদ দেখে দাম কিছু কম হবে আশা করে বাজারে এসেছিলাম। কিন্তু এসে দেখি ইলিশের দাম নাগালের বাইরে। এত বেশি দামে ইলিশ খাওয়া সম্ভব না।’

Advertisement

বড়বাজারের মাছ ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, অন্যবছরের তুলনায় বরিশালসহ দেশের আড়তগুলোতে প্রচুর ইলিশ মাছ উঠেছে। আমরা সেখান থেকে মাছ কিনে এনে সাতক্ষীরায় বিক্রি করি। কিন্তু জ্বালানি তেলের দাম বাড়ায় জেলেদেরও খরচ বেড়েছে। এ জন্য আড়তেই বেশি দামে মাছ বিক্রি হচ্ছে। এছাড়া আমাদের পরিবহন খরচও বেড়েছে। একটু বেশি দামে মাছ বিক্রি না করলে আমাদেরই লোকসান হবে।

আহসানুর রহমান রাজীব/এসজে/বিএ/এমএস