দেশজুড়ে

শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

চাঁদপুরের শাহরাস্তিতে পুরনো ঘর স্থানান্তরের সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

Advertisement

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের বেপারি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হোসেনপুর গ্রামের মুন্সি বাড়ির রুহুল আমিনের ছেলে সোহাগ হোসেন (৩৫) ও একই গ্রামের মাইঝের বাড়ির ওমর ফারুকের ছেলে লিটন হোসেন (১৯)।

আহতরা হলেন, মুন্সি বাড়ির মৃত মমতাজ উদ্দিনের ছেলে মো. দেলোয়ার হোসেন (৫০), মুন্সিগাজি তালুকদার বাড়ির মৃত ছেরাজুল হকের ছেলে মো. আক্কাস (৪৫), ঠাকুর বাড়ির মৃত আ. মান্নানের ছেলে মো. আবুল কাশেম (৩৫) ও বেপারি বাড়ির মৃত চান মিয়ার ছেলে সোহাগ মিয়া (৩০)।

Advertisement

নিহত সোহাগের চাচা মেজবাহ উদ্দিন (৬০) জানান, ১৪ মিস্ত্রি মিলে শরবত আলীর ঘরের চালা সরিয়ে নিচ্ছিলো। হঠাৎ টিনের চালা বিদ্যুতের তারে জড়িয়ে এ ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত আক্কাস ও দেলোয়ার জানান, কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের তারের সঙ্গে টিনের চালা জড়িয়ে যায়। এরপর আর কিছুই মনে নেই।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. আনোয়ার হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্টে দুইজন নিহত ও চারজন আহত হয়েছে। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. ফারজানা ইয়াসমিন জানান, ঘটনাস্থলেই দুইজন মারা গেছেন। আহত চারজনকে চিকিৎসা দেয়া হয়েছে।

Advertisement

শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রোকন উদ্দিন জানান, দুইজনের মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে।

নজরুল ইসলাম আতিক/এএইচ/জেআইএম