জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক এমপি জিয়াউল হক মৃধাকে জাতীয় পার্টির প্রাথমিক সদস্য পথসহ সব দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
Advertisement
শনিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে চেয়ারম্যান-এর উপদেষ্টা ও প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ পদবি থেকে মৃধাকে অব্যাহতি দেওয়া হয়েছে। যা ইতোমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে।
আগামী ২৬ নভেম্বর জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ পার্টির যে সম্মেলনের ঘোষণা দিয়েছেন সেই সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ছিলেন জিয়াউল হক মৃধা।
Advertisement
গত ১৪ সেপ্টেম্বর জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়।
এসএম/জেএইচ/জেআইএম