ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ক্যাডেট কলেজের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে।
Advertisement
প্রকাশিত ফল সূত্রে জানা গেছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক ও স্বাস্থ পরীক্ষা ১৪ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার পর প্রার্থীদের সুইটবিলিটি টেস্ট পরদিন সকালে আইএসএসবি ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে।
তবে ১৯ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি সরকারি ছুটি থাকায় মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এছাড়া ১৮ ও ১৫ ফেব্রুয়ারির মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার প্রার্থীদের যথাক্রমে ২২ ফেব্রুয়ারি ও ২৭ ফেব্রুয়ারি আইএসএসবিতে সুইটবিলিটি টেস্টে অংশ নিতে হবে।
বিস্তারিত তথ্য http://cadetcollege.army.mil.bd/ ওয়েবসাইটে পাওয়া যাবে।
Advertisement
এনএম/বিএ