দেশজুড়ে

আখের নতুন জাত লাভজনক হলে ফের চালু হবে বন্ধ চিনিকল

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় চাষ করা বিএসআরআই-৪৬ জাতের আখক্ষেত পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা।

Advertisement

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সুন্দরপুর গ্রামের কামাল হোসেনের ক্ষেত পরিদর্শন করেন তিনি। এ সময় নতুন জাতের একটি চারাও রোপণ করেন। শিল্প সচিবের সঙ্গে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ক্ষেত পরিদর্শনকালে শিল্প সচিব জাকিয়া সুলতানা বলেন, আখের এ জাত সারা দেশে ৩৫ একর জমিতে পরীক্ষামূলক চাষ শুরু হয়েছে। এবছর উৎপাদিত আখ থেকে বীজ তৈরি করা হবে এবং আগামী বছর থেকে ক্রাশিংয়ে যাবে। এ জাতের আখ থেকে চিনি উৎপাদনের হার ধরা হয়েছে অনেক বেশি।

তিনি আরও বলেন, উৎপাদন যদি সফল হয় তাহলে চিনিকলগুলো আবার লাভে ফিরবে। সে ক্ষেত্রে বন্ধ চিনিকলগুলো আবার চালু করা হবে এবং চিনিকলের যন্ত্রপাতি আধুনিকায়ন করা হবে। একইসঙ্গে শ্রমিক-কর্মচারীদের বকেয়া ও পাওনা পরিশোধ সম্ভব হবে।

Advertisement

আব্দুল্লাহ আল মাসুদ/এসজে/জেআইএম