রাজনীতি

গুলশানে ছাত্রদলের নতুন কমিটির পক্ষে বিপক্ষে শ্লোগান

গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ের সামনে ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা। রোববার রাত সাড়ে ৯টায় খালেদা জিয়া যখন কার্যালয়ে প্রবেশ করেন তখন পক্ষে বিপক্ষে স্লোগান দেন তারা।প্রত্যক্ষদর্শীরা জানান, বেশির ভাগ ছাত্র কমিটিতে জায়গা পেয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। আবার একটি অংশ পূর্ণাঙ্গ ছাত্রদলের কমিটি ঘোষণার পর হতাশ হয়েছেন। তাই বিপক্ষে অবস্থান নিয়ে স্লোগান দেয়।এদিকর মহানগর এবং তিতুমীর কলেজ ছাত্রদলের বেশ কিছু নেতা গুলশানে বিএনপি চেয়ারপানসনের কার্যালয়ের সামনে কমিটির বিপক্ষে অবস্থান নেন। তাদের ক্ষোভ বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু ব্যক্তি স্বার্থে কমিটি দিয়েছেন। তাই তারা বিভিন্ন ইউনিটের কমিটিগুলোকে এ্যানি টুকুর পকেট কমিটি বলে আখ্যা দিচ্ছেন।রাত ১০টার দিকে বিএনপি চেয়ারপানসনের কার্যালয়ে ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান দেখা করতে যান। ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপি প্রধানকে। এসময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু এবং বিভিন্ন ইউনিটের নতুন ছাত্রনেতা উপস্থিত ছিলেন।এদিকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার ২৪ ঘণ্টা পার না হতেই দুজনকে কমিটি থেকে বাদ দেয়া হয়েছে। দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী ইমেইলে জানিয়েছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি থেকে সহ  আন্তর্জাতিক সম্পাদক সাইফুল ইসলাম মেরাজ এবং কেন্দ্রীয় সদস্য মাসুদুর রহমান মাসুদের পদ বাতিল করা হলো।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান এবং সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান রোববার এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।এমএম/বিএ

Advertisement