হাতের ইনজুরির কারণে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে থাকছেন না শ্রীলঙ্কান তারকা ক্রিকেটার তিলকরত্নে দিলশান। তার জায়গায় ইতোমধ্যেই দলে ডাকা হয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলাকে।দলের সঙ্গে ভারতে এখনো যাননি দিলশান। তবে ১২ ফেব্রুয়ারি রাঁচিতে দ্বিতীয় ম্যাচের আগে তাকে দলে আশা করছে শ্রীলঙ্কান ক্রিকেট। আগামী মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) পুনেতে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে, ১৪ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে হবে তৃতীয় ম্যাচ।সম্প্রতি শেষ হওয়া সুপার টি-টোয়েন্টি প্রাদেশিক টুর্নামেন্টের সেমিফাইনালে একটি ক্যাচ ধরার সময়ে দিলশান ইনজুরিতে পড়েন। মূলত পুরনো ইনজুরিই নতুন করে দেখা দিয়েছে। আশা করা হচ্ছে সোমবার থেকে দিলশান নেটে অনুশীলন শুরু করবেন।সুপার টি-টোয়েন্টিতে দারুণ ফর্মে থাকার পুরস্কার হিসেবেই ডিকওয়েলা দলে ডাক পেয়েছেন, ৬ ইনিংসে ১৭৩ স্ট্রাইক রেটে সেখানে তার রান সংখ্যা ১৮৯।শ্রীলঙ্কার হয়ে ডিকওয়ালে এখন পর্যন্ত চারটি টেস্ট ও একটি ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন। কিন্তু এখনো টি-টোয়েন্টি ফর্মেটে লঙ্কান জার্সি গায়ে মাঠে নামেননি তিনি।বিএ
Advertisement