তরুণ চলচ্চিত্র নির্মাতা আহসান সারোয়ায়ের নতুন গল্পগ্রন্থ ‘ওর চোখে বিকেলের ছায়া`। বইটির ফ্লাপে একটি লাইনে লেখা রয়েছে, ‘আমি যদি তোমাকে স্বপ্ন দেখাই । তাহলে তুমি আমাকে কি বলবে ? স্বপ্নওয়ালা নাকি দুঃখওয়ালা ?’ এমনই রহস্যময় গল্পের বই নিয়ে এসেছেন আহসান সারোয়ার। বইটির যে কোন একটি গল্পের মাঝে এর উত্তরটি পাওয়া যাবে। বইটি প্রকাশ করেছে কলি প্রকাশনী। অমর একুশে বইমেলার ২১৭-২১৮ নং স্টলে পাওয়া যাচ্ছে এটি। নতুন বই নিয়ে আহসান সারোয়ার বলেন, নতুন এই বইটিতে এ তোমার কেমন পুরুষ ,ওর চোখে বিকেলের ছায়া, স্বপ্ন অথবা একটি ভাল লাগা`, শ্রীকান্ত ও মায়া কাহিনী, মন ছুঁয়ে পালিয়ে দূরে, তুমি ছুলে শীতল হই, হাকিম ফিরে এলো শিরোনামে ৭টি গল্প স্থান পেয়েছে। সাতটি গল্প থেকে সাত রকমের স্বাদ পাবে পাঠক। বিশেষ করে শ্রীকান্ত ও মায়া কাহিনী এর কথোপকথনগুলো আলাদা ভূমিকা রাখবে পাঠকদের মনে । এমএইচ/এসকেডি/এবিএস
Advertisement