খেলাধুলা

মাত্র ২ রানে হারল সাকিবের দল

১৩২ রান তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৩০ রানেই থেমে গেলো সাকিব আল হাসানের দল করাচি কিংস। ফলে শ্বাসরূদ্ধকর ম্যাচে মাত্র ২ রানে ইসলামাবাদের কাছে হেরে গেল সাকিব-শোয়েবের দল।জয়ের জন্য করাচি কিংসের শেষ ওভারে প্রয়োজন ছিল ১৬ রান। উইকেটে ছিলেন সেট ব্যাটসম্যান রবি বোপারা। শেষ পর্যন্ত করাচি তুলতে পারলো মাত্র ১৩ রান। ফলে হার মানতে হলো ২ রানের ব্যবধানে। প্রথম ম্যাচে লাহোর কালান্দার্সের বিপক্ষে অসাধারণ জয়ের পর করাচি কিংস নিয়ে আশাবাদী হয়ে উঠেছিল সমর্থকরা। কিন্তু দ্বিতীয় ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং তৃতীয় ম্যাচে এসে মিসবাহ-উল হকের ইসলামাবাদ ইউনাইটেডের কাছে হেরে এখন অনেকটাই ব্যাকফুটে চলে যেতে হলো করাচিকে।দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে করাচি বোলারদের সাঁড়াসি আক্রমণের মুখে মাত্র ১৩২ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম হয় ইসলামাবাদ ইউনাইটেড। খালিদ লতিফ সর্বোচ্চ ৩৯ রান করেন। শারজিল খান করেন ২৮ রান। ২০ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ সামি। বোলার সামির ব্যাটসম্যান হয়ে ওঠাই মূলতঃ ইসলামাবাদকে জয় এনে দিল। শেষ মুহূর্তে তিনি ওই ২০ রান না করলেও আরও কম রানে থেমে যেতো ইসলামাবাদ। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপদে পড়ে করাচি কিংস। দুই ওপেনার চরম ব্যর্থতার পরিচয় দেন। চার নম্বরে নামা শোয়েব মালিকও আউট হয়ে যান মাত্র ৬ রান করে। পঞ্চম উইকেট জুটিতে সাকিব আর ইফতিখান আহমেদ যা একটু প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু এ প্রতিরোধও বালির বাধের মত ভেঙে যায়। ২৯ রান করেন ইমাদ ওয়াসিম। ২০ রান করেন সাকিব আল হাসান। ৩২ রানে অপরাজিত থাকেন রবি বোপারা।এই্এইচএস/এবিএস

Advertisement