জাতীয়

‘আকবর আলি ছিলেন ন্যায়পরায়ণ ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন ব্যক্তি’

ড. আকবর আলি খান ছিলেন একজন ন্যায়পরায়ণ, নিরপেক্ষ ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন ব্যক্তি। দুর্নীতির বিরুদ্ধে তার অবদান যুগ যুগ ধরে মানুষ মনে রাখবে।

Advertisement

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে পুনর্মিলনী উদযাপন কমিটি ২০২২, রসুল্লাবাদ ইউ এ খান উচ্চবিদ্যালয় আয়োজিত শোকসভায় বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, ড. আকবর আলি খানের মতো বিরল প্রতিভার মানুষ পৃথিবীতে খুব কমই আছে। বহু প্রতিভার অধিকারী এ মানুষটি শুধু কর্মক্ষেত্রেই সফল ছিলেন না। স্বাধীনতা যুদ্ধেও অসামান্য অবদান রেখেছেন।

অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, দেশের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি ও সাহিত্য নিয়ে ড. আকবর আলি খানের লেখনি ছিল খুবই প্রশংসনীয়।

Advertisement

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমানও বক্তব্য দেন। বক্তারা আকবর আলি খানকে স্বাধীনতা পদক দেওয়ার দাবি জানান।

পুনর্মিলনী উদযাপন কমটির সদস্য সচিব ও এনটিভির বিশেষ প্রতিনিধি হাসান জাবেদের সঞ্চালনায় শোক সভায় আরও বক্তব্য দেন সাবেক যুগ্ম সচিব সাইফুদ্দিন আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির বর্তমান সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাবেক সভাপতি ইলিয়াস হোসেন। শোক সভায় সভাপতিত্ব করেন প্রকৌশলী আব্দুল হেকিম।

এফএইচ/এমআইএইচএস

Advertisement