দেশজুড়ে

পূবালী ব্যাংকের অর্থ আত্মসাতের দায়ে কারাদণ্ড

পূবালী ব্যাংকের অর্থ আত্মসাতের দায়ে নুরুল আলম নামের এক আমদানীকারককে কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে আত্মসাৎ করা ১৪ লাখ টাকা ফেরত দিতে আদেশ দিয়েছেন আদালত। রোববার চট্টগ্রামের তৃতীয় যুগ্ম মহানগর দায়রা জজ বিলকিস আক্তার এ দণ্ডাদেশ দেন। মামলার বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ নাঈম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, পূবালী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে ঋণ নিয়ে ১৩ লাখ ৬৪ হাজার ৪শ টাকা পরিশোধ করেননি আসামি নুরুল আলম। পরিশোধের জন্য চেক দিলেও তা ডিজঅনার হয়। আসামি খাতুনগঞ্জের মেসার্স জামান অ্যান্ড ব্রাদার্সের মালিক নুরুল আলম বর্তমানে পলাতক রয়েছেন বলেও জানান তিনি। ২০১৪ সালের ১৫ এপ্রিল পূবালী ব্যাংকের পক্ষ থেকে এনআইটি অ্যাক্টের ১৩৮ ধারায় নুরুল আলমের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করা হয়। চলতি বছরের ২৭ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ৩ ফেব্রুয়ারি বাদির সাক্ষ্য নেয়ার পর রোববার এ রায় দেন আদালত। জীবন মুছা/এসকেডি/এবিএস

Advertisement