খেলাধুলা

গেইলের সঙ্গে নাচলেন ব্র্যাভো-আজহার (ভিডিও)

নাচের ভিডিওটা করা হয়েছিল আরও কয়েকদিন আগে। তখনও পিএসএল মাঠে গড়ায়নি। নিরাপত্তা সমস্যার কারণে পাকিস্তান ছেড়ে আরব আমিরাতের দুবাই এবং শারজাহতে নির্বাসিত হয়েছে পিএসএল। টুর্নামেন্ট খেলার জন্য বিশ্বক্রিকেটের সব রথি-মহারথিরা তখন সবে আরব আমিরাতে আসতে শুরু করেছে। পিএসএলের ফ্রাঞ্চাইজিগুলোও প্রস্তুতিতে ব্যাস্ত। তখন, প্রতিটি দল আবার নিজেদের থিম সং প্রকাশ করছিল। নিজেদের দলের সমর্থণে প্রচারণাও চলছিল জোরে-শোরে। এমনই এক সময়ে দুবাইতে একসঙ্গে একই হোটেলে অবস্থান করছিল লাহোর কালান্দার্সের ক্রিকেটাররা। যে দলে ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো থেকে শুরু করে কয়েকজন বিশ্বসেরা তারকার আগমণ ঘটেছে। দুবাইর একটি হোটেলে আয়োজন করা হয় লাহোর কালান্দার্সের থিম সং প্রকাশনা উৎসবের। সেখানেই দেখা গেলো এক সময় সতীর্থদের এক আড্ডায় নাচতে শুরু করেন ক্রিস গেইল। তার সঙ্গে যোগ দেন স্বদেশি ডোয়াইন ব্রাভো। তাদের সঙ্গে যোগ দনে আরও দু`তিনজন ক্রিকেটার। শেষ-মেষ দেখা গেলো, গেইল-ব্র্যাভোদের নাচের সঙ্গে যোগ দিলেন পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক আজহার আলিও। লাহোর কালান্দার্সের অধিনায়কও তিনি। সেই নাচের ভিডিওই এখন ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে।আইএইচএস/আরআইপি

Advertisement