দেশজুড়ে

হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের শাহ মুশকিল আহসান (রহ.) মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে সিলেট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস মাজারের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী গ্রিন লাইন পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় দুই বাস চালক ও যাত্রীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

এসময় বিকট শব্দে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।

Advertisement

গজনাইপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য শাহ নুরুজ্জামান বলেন, হঠাৎ বিকট শব্দ শুনে স্থানীয়দের নিয়ে দৌঁড়ে ঘটনাস্থলে যাই। দুটি বাসের অধিকাংশ যাত্রীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে।

শেরপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) শাহিন আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে। দুই বাসের চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/ইএ

Advertisement