বিনোদন

পিয়া বিপাশার `অ্যানিভার্সারি`

মডেল অভিনেত্রী পিয়া বিপাশা নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। নাম `অ্যানিভার্সারি`। এটি পরিচালনা করেছেন আতিক জামান, চিত্রগ্রহণ করেছেন আদিত্য মুনির এবং সার্বিক তত্ত্বাবধানে আছেন নির্মাতা রেদওয়ান রনি। পিয়ার বিপরীতে এতে অভিনয় করেছেন মনোজ কুমার।এ প্রসঙ্গে পিয়া বিপাশা জানান, `অ্যানিভার্সারি` স্বল্পদৈর্ঘ্যটির গল্পটা অনেক চমৎকার। কাজটি নিয়ে আমি খুব আশাবাদি। আমি বিশ্বাস করি ব্যতিক্রমি এই স্বল্পদৈর্ঘ্যটি দর্শকদের ভালো লাগবে।`ভালবাসা দিবস উপলক্ষে প্রাণ ফ্রুটো ও পপকর্ণলাইভ.টিভি তৈরি করছে করছে চলচ্চিত্রটি। ইতিমধ্যে ছয়টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সম্প্রচারিত হয়েছে। তারই ধারাবাহিকতায়  আজ রাতেই www.popcornlive.tv এবং প্রাণফ্রুটো এর ইউটিউব চ্যানেলে প্রচার হবে ‘অ্যানিভার্সারি’ এমনটাই জানা গেছে নির্মাতা সূত্র থেকে।এনই/এএইচ/আরআইপি

Advertisement